Tuesday 23 June 2015

কাস্টম রমের সুবিধা ও অসুবিধা সমুহ

#কাস্টম রম কি তা আমরা প্রায়
অনেকেই
জানি না বা যারা জানি তারা এত
বিস্তর
জানি না।
#আমি গ্রুপ এ অনেকবার বলছি যে
আজকে কাস্টম রম দিলাম।কাস্টম রম
দেওয়াতে ফোনটা চরম লাগতেসে।
#তখন অনেকেই তখন
বলেছিলেন ভাই কাস্টম রম কি?
#তাই আজকে আপনাদের
সবাইর জন্য এই সম্পর্কে বিস্তারিত
লেখার
চেষ্টা করলাম।এইবার কাজের কথায়
আসি।
★কাস্টম রম কি?
কাস্টম রম সম্পর্কে জানার
আগে,জানতে হবে কাস্টম রম কি।
#আমরা যারা Android ফোন ইউজ করি
আমাদের
ফোনে তিন ধরনের রম থাকে ১.স্টক রম
২.কাস্টম রম।
৩.
সাইনোজেন মোড আসলে সাইনোজেন
মোড কাস্টম
রমের মধ্যই পড়ে।
#তাই বলা যায় দুই ধরনের রম থাকে।
*স্টক রম : আসলে স্টক রম হল আপনার ফোন
কিনার পর
যে রম অফিসিয়ালি দেওয়া থাকে
তাই স্টক রম।
*কাস্টম রম : অফিশিয়াল রমকে
কাস্টোমাইজ করে যে রম
বানানো হয় তাই কাস্টম রম।যেমন Galaxy
s
ফোনে অফিসিয়ালি রম আপনি
সর্বোচ্চ
জিঞ্জারব্রেড পর্যন্ত আপডেট দিতে
পারবেন কিন্তু
কাস্টম রমে আপনি ললিপপ ইউজ করতে
পারবেন।
#অর্থাৎ কাস্টম রমের কারণেই কিটকাট
স্বাদ নিতে পারছেন।
#আরও নানা ধরনের ভাল ভাল
ফিচার কাস্টম রমে থাকে যা স্টক রমে
থাকে না।
★এবার আসি এই সম্পর্কে বিস্তর
আলোচনায়
আশা করি কাস্টম রম সম্পর্কে এবার সবার
ধারণা একটু
ক্লিয়ার হইছে।প্রায় সব ফোনের কাস্টম
রম পাওয়া যায়
তবে ব্রান্ড এর ফোনের কাস্টম রম বেশী
পাওয়া যায়।
আর symphony বা walton এর কাসস্টরম
অাছে কিন্তু খুব কম
রম সম্পর্কে অনেকের মতামত অনেক রকম
তাই
আমি নিচে কাস্টম রমের
সুবিধা অসুবিধা গুলো তুলে ধরলাম।
★কাস্টম রমের সুবিধা
ইন্টানেটে আপনার ফোনের জন্য অনেক
ধরনের কাস্টম
রম পাবেন।বিভিন্ন কাস্টম রমের
সুবিধা বিভিন্ন।
#তবে পার্থক্য তেমন থাকে না।
আপনি স্টক
রমে যে Android version ইউজ করতে
পারবেন না কিন্তু
কাস্টম রমে তা ইউজ করতে পারবেন।
যেমন ধরুণ
#আপনি আপনার ফোন অফিসিয়ালি
জিঞ্জারব্রেড
পর্যন্ত আপডেট দিতে পারবেন এর উপরে
আর পারবেন
না কিন্তু কাস্টম রমের মাধ্যমে আপনি
ললিপপ কিটকাট জেলিবিন রমের মজা
নিতে পারবেন
যা কাস্টম রমের সবচেয়ে বড় সুবিধা।
কাস্টম রমে আরও
কিছু ভাল ভাল ফিচার থাকে যেমন
আপনি আপনার
ফোনে কল রেকর্ডার,বিভিন্ন ফোনের
ভাল ভাল কিছু
ফিচার কাস্টম রমে বিল্ট ইন ভাবে
দেওয়া থাকে।এক
কথায় কাস্টম রম চরম।
★কাস্টম রমের অসুবিধা
অনেকে বলেছে কাস্টম রমে নাকি
প্রচুর bug থাকে।
এইটা ঠিক আবার ঠিক না।
কারণ আপনি ভাল
ডেভেলপার এর ভাল একটা কাস্টম রম
আপনার
ফোনে আপডেট দিলে কোন প্রব্লেম
হবে না।
অর্থাৎ bug এর প্রব্লেম থাকবে না।
আর যদি ভাল কাস্টম রম
না দেন তাহলে অবশ্যই আপনাকে
বাগের
প্রব্লেমে পড়তে হবে।
এছাড়া কাস্টম রমের আর কোন
অসুবিধা দেখি না।
★আমার নিজের কিছু অভিজ্ঞতা
আমি আমার ফোনে বিভিন্ন ধরনের
কাস্টম রম ইউজ
করেছি।আমি কাস্টম রমের মধ্য যে মজা
পাইছি তা স্টক
রমের মধ্য কিছুই পাই নি।
আমার কাছে কাস্টম রম অনেক
ভাল লাগে।
#আমি এখনও কাস্টম রম ইউজ করছি যা
সত্যিই
আমাকে Android এর প্রকৃত মজা দিতে
পেরেছে।তাই
আমার মতে কাস্টম রম বেস্ট।
★কাস্টম রম কোথায় পাবেন
কাস্টম রমের জন্য সবচেয়ে ভাল জায়গা
হল www.xda-
developers.com/ তবে এই এড্রেসে গেলেই
কাস্টম রম পাবেন
না।এই এড্রেস গিয়ে আপনার ফোনের
মডেল বের
করে তা সিলেক্ট করতে হবে তারপর
আপনার ফোনের
জন্য Available কাস্টম রম পাবেন।
আর সবচেয়ে সহজ হয়
আপনি আপনার ফোনের মডেল লিখে
গুগলে সার্চ দেন
(যেমন ধরুণ আপনার Walton Primo Nx এর জন
কিটকাট
কাস্টম রম দরকার তাহলে আপনি
এইভাবে সার্চ দিবেন
custom rom for Walton primo Nx 4.4.4
তাহলে সহজে পেয়ে যাবেন)
আর একটা কথা আপনি যে রম আপডেট
দিবেন আগে এই
রমে কি ফিচার আছে তা দেখে
নিবেন এবং এই রম
সম্পর্কে ইউজার রিভিউটাও একবার
দেখে নিবেন।
তারপর আপডেট দিবেন।
★কাস্টম রম দিতে কি লাগবে
কাস্টম রম আপনার ফোনে আপডেট
দিতে অবশ্যই আপনার
ফোন রুটেড হতে হবে।আর কিভাবে
আপডেট দিবেন
তা যে ওয়েবসাইট থেকে রমটা
ডাউনলোড দিবেন ওই
জায়গায় দেওয়া থাকবে।
#সতর্কতা
★আপনি কাস্টম রম দেওয়ার আগে ফোন
ভাল করে চার্জ
করে নিবেন।
★আপনার ফোনের রমের একটা বেকাপ
করে রাখবেন
যাতে পরে প্রব্লেম হলে আগের
অবস্থায়
ফিরে আসতে পারেন
রিস্টোর দিয়ে।
★আপনি যদি Android এর নিউ ইউজার হন
বা এত ভাল
ধারণা না রাখেন তাহলে নিজে
নিজে কাস্টম রম
দেওয়া থেকে বিরত থাকুন।
এতে আপনার ফোন ব্রিক
হওয়ার সম্ভবনা থেকে যায়।

3 comments:

  1. I Love your article. You cant visit my website


    ac market 2017 apk download

    ReplyDelete
  2. I have been using this app SuperUser Apk : and downloaded and gambling it frequently.

    ReplyDelete
  3. your article is extremely good. you can visit my website.

    https://cracksmod.org/

    ReplyDelete