Monday 29 June 2015

বেশি গ্রাফিক্সের গেম খেলার নিয়ম

GL TOOLS ব্যাবহারের নিয়ম:
Gl tools এমন একটি অ্যাপ যা গেমের
গ্রাফিক্স কমিয়ে দিয়ে,গেমের
পারফরমেন্স বাড়ায় । কিন্তু তার জন্য
আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে।
এই অ্যাপটির কাজ একটু জটিল । চলুন
শেখা যাক :
ধাপ ১- অ্যাপটি নামিয়ে নিন, এখান
থেকে।
ধাপ ২- অ্যাপটি ওপেন করুন।Superuser
থেকে পারমিশন চাইলে Grant করুন।
তারপর নিচের দিকে দেখবেন ৩ টা
বাক্য আছে আর বাক্যগুলোর শুরুতে ৩ টা
বক্স আছে, ওই ৩ টাতেই টিক দিন। তারপর
একটি লেখা আসবে, আর ২ টা অপশন
থাকবে। আপনি ম্যানুয়ালি রিবুট
সিলেক্ট করুন আর ফোন রিবুট দিন। ফোন
চালু হলে দেখবেন SD কার্ডে ২টা
জিপ ফাইল তৈরি হয়েছে। ওগুলোকে
কোথাও মুভ বা ডিলেট করবেন না।
ধাপ ৩-যে গেমটি ল্যাগ করে সেটা
ইন্সটল দিন। উদা: TEMPLE RUN OZ
ধাপ ৪-টেম্পল রান ইন্সটল হয়ে গেলে, GL
TOOLS ওপেন করুন। দেখবেন আপনার
ফোনের সকল অ্যাপসের একটা
তালিকা আছে, সেখান থেকে টেম্পল
রান সিলেক্ট করুন।
→Enable custom settings এ টিক দিন
→তারপর Downscale texture এ ঢুকে 0.5
সিলেক্ট করুন। এবার GL TOOLS থেকে
বেড়িয়ে এসে গেমটি ওপেন করুন (উদা:
TEMPLE RUN OZ)।দেখবেন আগের তুলনায়
গেমটি স্মুথ চলছে। তারপরেও যদি ল্যাগ
করে তাহলে DOWNSCALE TEXTURE 0.25
করুন। তারপরেও যদি ল্যাগ করে তাহলে
আরেকধাপ কমান।
★★ গেমের গ্রাফিক্স বাড়ানো::
GL TOOLS এর নিচের দিকে দেখবেন
দেওয়া আছে USE FAKE GPU INFO,
ওইটাতে টিক দিন। তার নিচে আছে
USE FAKE CPU INFO ওইটাতে টিক দিবেন
না, দিলে গেম ক্রাশ করবে। এবার
নিেচ আছে হল Use A Template ওইটাতে
ক্লিক করুন আর আপনার পছন্দমত GPU
সিলেক্ট করুন।আর খেলুন।
এখানে গ্রাফিক্স বাড়ানোর
ব্যাপারটা আসলে আলাদা। আপনি যদি
এখানে ফেক GPU হিসেবে যদি Tegra 4
সিলেক্ট করেন তাহলে আপনি
একেবারে আসল Tegra র মত গ্রাফিক্স
পাবেন না, তবে গেমের গ্রাফিক্স
আগের তুলনায় বারবে।
এই FAKE GPU ব্যাবহার করার কারণ হল
কিছু কিছু গেম, যেমন LARA CROFT গেমটি
খেলার জন্য GPU লাগে হল ADRENO বা
আরো HIGHER , কিন্তু আপনার GPU যদি হয়
MALI, তাহলে কিন্তু আপনি গেমটি
খেলতে পারবেন না। কিন্তু আপনি যদি
GL tools দিয়ে LARA CROFT এর সেটিংএ
গিয়ে যদি ফেক GPU হিসেবে ADRENO
সিলেক্ট করেন তাহলে আপনি গেমটি
খেলতে পারবেন।

No comments:

Post a Comment