Monday 29 June 2015

বেশি গ্রাফিক্সের গেম খেলার নিয়ম

GL TOOLS ব্যাবহারের নিয়ম:
Gl tools এমন একটি অ্যাপ যা গেমের
গ্রাফিক্স কমিয়ে দিয়ে,গেমের
পারফরমেন্স বাড়ায় । কিন্তু তার জন্য
আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে।
এই অ্যাপটির কাজ একটু জটিল । চলুন
শেখা যাক :
ধাপ ১- অ্যাপটি নামিয়ে নিন, এখান
থেকে।
ধাপ ২- অ্যাপটি ওপেন করুন।Superuser
থেকে পারমিশন চাইলে Grant করুন।
তারপর নিচের দিকে দেখবেন ৩ টা
বাক্য আছে আর বাক্যগুলোর শুরুতে ৩ টা
বক্স আছে, ওই ৩ টাতেই টিক দিন। তারপর
একটি লেখা আসবে, আর ২ টা অপশন
থাকবে। আপনি ম্যানুয়ালি রিবুট
সিলেক্ট করুন আর ফোন রিবুট দিন। ফোন
চালু হলে দেখবেন SD কার্ডে ২টা
জিপ ফাইল তৈরি হয়েছে। ওগুলোকে
কোথাও মুভ বা ডিলেট করবেন না।
ধাপ ৩-যে গেমটি ল্যাগ করে সেটা
ইন্সটল দিন। উদা: TEMPLE RUN OZ
ধাপ ৪-টেম্পল রান ইন্সটল হয়ে গেলে, GL
TOOLS ওপেন করুন। দেখবেন আপনার
ফোনের সকল অ্যাপসের একটা
তালিকা আছে, সেখান থেকে টেম্পল
রান সিলেক্ট করুন।
→Enable custom settings এ টিক দিন
→তারপর Downscale texture এ ঢুকে 0.5
সিলেক্ট করুন। এবার GL TOOLS থেকে
বেড়িয়ে এসে গেমটি ওপেন করুন (উদা:
TEMPLE RUN OZ)।দেখবেন আগের তুলনায়
গেমটি স্মুথ চলছে। তারপরেও যদি ল্যাগ
করে তাহলে DOWNSCALE TEXTURE 0.25
করুন। তারপরেও যদি ল্যাগ করে তাহলে
আরেকধাপ কমান।
★★ গেমের গ্রাফিক্স বাড়ানো::
GL TOOLS এর নিচের দিকে দেখবেন
দেওয়া আছে USE FAKE GPU INFO,
ওইটাতে টিক দিন। তার নিচে আছে
USE FAKE CPU INFO ওইটাতে টিক দিবেন
না, দিলে গেম ক্রাশ করবে। এবার
নিেচ আছে হল Use A Template ওইটাতে
ক্লিক করুন আর আপনার পছন্দমত GPU
সিলেক্ট করুন।আর খেলুন।
এখানে গ্রাফিক্স বাড়ানোর
ব্যাপারটা আসলে আলাদা। আপনি যদি
এখানে ফেক GPU হিসেবে যদি Tegra 4
সিলেক্ট করেন তাহলে আপনি
একেবারে আসল Tegra র মত গ্রাফিক্স
পাবেন না, তবে গেমের গ্রাফিক্স
আগের তুলনায় বারবে।
এই FAKE GPU ব্যাবহার করার কারণ হল
কিছু কিছু গেম, যেমন LARA CROFT গেমটি
খেলার জন্য GPU লাগে হল ADRENO বা
আরো HIGHER , কিন্তু আপনার GPU যদি হয়
MALI, তাহলে কিন্তু আপনি গেমটি
খেলতে পারবেন না। কিন্তু আপনি যদি
GL tools দিয়ে LARA CROFT এর সেটিংএ
গিয়ে যদি ফেক GPU হিসেবে ADRENO
সিলেক্ট করেন তাহলে আপনি গেমটি
খেলতে পারবেন।

অ্যান্ড্রয়েড মোবাইলে RAM বাড়িয়ে নিন সহজেই

Android মোবাইলে RAM এর সল্পতা প্রায়ই
লক্ষ্য করা যায়।অনেক দামি
মোবাইলেও দেখা যায় RAM 512MB.তাই
তেমন বড় কোন অ্যাপ বা বেশি অ্যাপ
ইন্সটল করা যায় না।অথবা অনেক সময়
মোবাইল স্লো হয়ে যায় কিংবা
হ্যাং করে।কিন্ত নিচের পদ্ধতি
অবলম্বন করে আপনি আপনার
মোবাইলেরর RAM প্রায় দ্বিগুণ থেকে
তিনগুণ বাড়ানো যাবে। এই পদ্ধতিতে
RAM বাড়ানোর জন্য আপনার ডিভাইস
Swap File Supported হতে হবে না হলে RAM
বাড়ানো যাবে না।
RAM বাড়ানোর জন্য যা যা লাগবেঃ
১ টি Class 8/10 Micro SD Card
Busy Box Pro
RAM Expender
অবশ্যই আপনার ডিভাইসটি Root করা
হতে হবে।
প্রথমে Busy Box Pro অ্যাপটা ডাউনলোড
করে ডিভাইসে ইন্সটল করে Open করুন।
Open হবার পর Install লেখা অপশন পাবেন
সেখানে টাচ করুন Install Type এ Normal
Install ক্লিক করুন, Super User Permission
চাইলে Grant/Accept করুন। Install করা শেষ
হলে বের হয়ে যান।
এখন Ram Expender টা ডাউনলোড করে
ইন্সটল করে ওপেন করুন। Super User Permission
চাইলে Grant/Accept করুন।
ধাপ-১: এখানে Swap File লেখা অপশনে
ক্লিক করুন একটা বক্ষ আসবে এখানে কত
MB RAM বাড়াতে চান তা লিখুন।
আপনার সেটে যা RAM দেয়া আছে
তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে
দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি
করবেন না।অর্থাৎ, আপনার সেটের RAM
যদি 512MB হয় তাহলে আপনি 512MB / 1GB
RAM বাড়াতে পারবেন। তবে সমান
সমান করাই ভাল।
ধাপ-২: Swappiness লেখার উপর ক্লিক
করলে যে বক্স আসবে সেখানে 50
লিখুন।
ধাপ-৩: MinFreeKB লেখায় ক্লিক করলে
যে বক্সটা আসবে সেখানে 1 থেকে 20
যা ইচ্ছা দিন।তবে 20 এর বেশি দিলে
সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে
পারে।এবার অ্যাপটির উপরে Swap active
লেখায় টিক দিলে Swap File Create করা
শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কাজ শেষ
হলে আপনার SD Card এর স্পিড দেখাবে।
Swap File তৈরির আগে অ্যাপটির Settings
এর SD Card Directory তে গিয়ে Swap File
কোথায় তৈরি হবে তা নির্ধারন করে
দিতে পারেন, না করলে অ্যাপটি
নিজেই Directory তৈরি করে নিবে
সয়ংক্রিয় ভাবে। Close করে বের হয়ে
যান। এখন Notify Icon ও Autorun অপশন দুটিতে
টিক দেন। কাজ শেষ।
তবে সেট ডাটা কেবল দিয়ে
পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ
হয়ে যাবে, তাই প্রতিবার পিসি
থেকে সেট ডিসকানেকট করার পর RAM
Expender Open করে Swap Active লেখায়
টিক দিয়ে Swap RAM চালু করে নিতে
হবে।
অ্যাপটি Open করলে,অ্যাপটির নিচের
দিকে গ্রাফ আকারে RAM Status
দেখাবে।আপনার সেটের অরিজিনাল
RAM কত আর কতটুকু খালি আছে।Swap RAM
কত আর কতটুকু খালি আছে ।সবশেষে
মোট RAM কত হয়েছে আর কতটুকুই বা
খালি আছে।
তবে Class 8/10 Memory Card ছাড়া RAM
বাড়ানো যাবে না, আর বাড়িয়েও
তেমন কোন লাভ হবে না।

ইন্টারনেটের কিছু প্রয়োজনীয় বিষয়

★ ইন্টারনেট নিয়ে বিভিন্ন
প্রশ্নোউত্তর
প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু
হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক
কে?
উত্তরঃ এলান এমটাজ ।
প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর
দপ্তর ক্যালিফোর্নিয় )
প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম
ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা
প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট
জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষ
দেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর
প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ও লেরি
পেজ ।
প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক
নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক
নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে
প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম,
বিজ স্টোর্ন ।
প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,
ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে
সাভেরিনা
প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক
নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে
প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত
চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি
বিশ্বকোষ ।
প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা
করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ
উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক
সংস্থা ।
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ
কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন
ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন
সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে
প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ
( অস্ট্রেলিয়া )
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কবে
প্রতিষ্টা করেন ?
উত্তরঃ ২০০৬ সালে ।
প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট
নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট
YouTube.
প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।

Wednesday 24 June 2015

Android ফোনের প্যাটার্ন ভুলে গেলে করণীয় সমূহ

ভুলে গেছেন,আতিরিক্ত বার ভুল
প্যাটার্ন দেওয়ার ফলে ব্লক হয়ে
গেছে বা আপনার মোবাইলে দেওয়া
পাসওয়ার্ড আপনার মনে পড়ছে না কি
করবেন ?
সমাধান-১ :
এ কাজের জন্যে অবশ্যই সেটের
ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড
থাকতে হবে। ৫বার ভুল ইনপুট করুণ। এরপর
একটি অপশন আসবে, Forgot Pattern?
এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার
গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি
এবং পাসওয়ার্ড চাইবে।
ঠিকঠিক মতো ইনপুট করুণ।
সফলভাবে জি- মেইল আই.ডিতে লগইন
করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক
দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ
করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে
থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ।
অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব
আপনার মোবাইল লক অবস্থাতে থেকে
যাচ্ছে। তাই ২য় সমাধান আপনাদের জন্য
শেষ এবং উপযুক্ত সমাধান হতে পারে।
সমাধান-২:
ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই। এ
সময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী
রিষ্টোর করা ছাড়া কোন উপায় থাকে
না।
এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর
করতে হয়।
বলে রাখা ভালে যে আপনার
পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে।
ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার,
মেসেজ কিছুই থাকবে না।
জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড
রিসেট করবেন,
1. প্রথমে নিশ্চিত হয়ে নিন
যে আপনার ডিভাইসে ১৫% চার্জ
আছে কিনা, যাতে প্রসেসটি
চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
2. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময়
Volume up+power button অথবা Down+power
button একসাথে প্রেস করে সেট অন করুণ।
এটা আপনাকে রিকোভারী মুডে
নিয়ে যাবে রিকোভারী মুডে
যাওয়ার
জন্যে এটা ছাড়াও বিভিন্ন
কোম্পানীর সেটে আরো কিছু
কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো
হলো:
১. Volume Down + Volume Up + Power
button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন
একটি কম্বিনেশন কাজ করবেই:
কম্বিনেশন দিয়ে ডিভাইস অন
করার পর রিকোভারী মুড এ
যাবেন
“Wipe Data / Factory Reset” সিলেক্ট
করুণ,
এক্ষেত্রে ভলিউম আপ ডাউন
কি দিয়ে সিলেকশনের কাজ
করতে হবে।
এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য
থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
সিলেক্ট করার
জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার
বাটন/ হোম বাটন কাজ
করতে পারে।
সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন
অপেক্ষা করুণ।
আশা করছি এই অনুসরণের
মাধ্যমে আপনি আপনার মোবাইলের
প্যাটার্ন লক বা পাসওয়ার্ড
খুলতে পারবেন।
ধন্যবাদ!!!

Tuesday 23 June 2015

কাস্টম রমের সুবিধা ও অসুবিধা সমুহ

#কাস্টম রম কি তা আমরা প্রায়
অনেকেই
জানি না বা যারা জানি তারা এত
বিস্তর
জানি না।
#আমি গ্রুপ এ অনেকবার বলছি যে
আজকে কাস্টম রম দিলাম।কাস্টম রম
দেওয়াতে ফোনটা চরম লাগতেসে।
#তখন অনেকেই তখন
বলেছিলেন ভাই কাস্টম রম কি?
#তাই আজকে আপনাদের
সবাইর জন্য এই সম্পর্কে বিস্তারিত
লেখার
চেষ্টা করলাম।এইবার কাজের কথায়
আসি।
★কাস্টম রম কি?
কাস্টম রম সম্পর্কে জানার
আগে,জানতে হবে কাস্টম রম কি।
#আমরা যারা Android ফোন ইউজ করি
আমাদের
ফোনে তিন ধরনের রম থাকে ১.স্টক রম
২.কাস্টম রম।
৩.
সাইনোজেন মোড আসলে সাইনোজেন
মোড কাস্টম
রমের মধ্যই পড়ে।
#তাই বলা যায় দুই ধরনের রম থাকে।
*স্টক রম : আসলে স্টক রম হল আপনার ফোন
কিনার পর
যে রম অফিসিয়ালি দেওয়া থাকে
তাই স্টক রম।
*কাস্টম রম : অফিশিয়াল রমকে
কাস্টোমাইজ করে যে রম
বানানো হয় তাই কাস্টম রম।যেমন Galaxy
s
ফোনে অফিসিয়ালি রম আপনি
সর্বোচ্চ
জিঞ্জারব্রেড পর্যন্ত আপডেট দিতে
পারবেন কিন্তু
কাস্টম রমে আপনি ললিপপ ইউজ করতে
পারবেন।
#অর্থাৎ কাস্টম রমের কারণেই কিটকাট
স্বাদ নিতে পারছেন।
#আরও নানা ধরনের ভাল ভাল
ফিচার কাস্টম রমে থাকে যা স্টক রমে
থাকে না।
★এবার আসি এই সম্পর্কে বিস্তর
আলোচনায়
আশা করি কাস্টম রম সম্পর্কে এবার সবার
ধারণা একটু
ক্লিয়ার হইছে।প্রায় সব ফোনের কাস্টম
রম পাওয়া যায়
তবে ব্রান্ড এর ফোনের কাস্টম রম বেশী
পাওয়া যায়।
আর symphony বা walton এর কাসস্টরম
অাছে কিন্তু খুব কম
রম সম্পর্কে অনেকের মতামত অনেক রকম
তাই
আমি নিচে কাস্টম রমের
সুবিধা অসুবিধা গুলো তুলে ধরলাম।
★কাস্টম রমের সুবিধা
ইন্টানেটে আপনার ফোনের জন্য অনেক
ধরনের কাস্টম
রম পাবেন।বিভিন্ন কাস্টম রমের
সুবিধা বিভিন্ন।
#তবে পার্থক্য তেমন থাকে না।
আপনি স্টক
রমে যে Android version ইউজ করতে
পারবেন না কিন্তু
কাস্টম রমে তা ইউজ করতে পারবেন।
যেমন ধরুণ
#আপনি আপনার ফোন অফিসিয়ালি
জিঞ্জারব্রেড
পর্যন্ত আপডেট দিতে পারবেন এর উপরে
আর পারবেন
না কিন্তু কাস্টম রমের মাধ্যমে আপনি
ললিপপ কিটকাট জেলিবিন রমের মজা
নিতে পারবেন
যা কাস্টম রমের সবচেয়ে বড় সুবিধা।
কাস্টম রমে আরও
কিছু ভাল ভাল ফিচার থাকে যেমন
আপনি আপনার
ফোনে কল রেকর্ডার,বিভিন্ন ফোনের
ভাল ভাল কিছু
ফিচার কাস্টম রমে বিল্ট ইন ভাবে
দেওয়া থাকে।এক
কথায় কাস্টম রম চরম।
★কাস্টম রমের অসুবিধা
অনেকে বলেছে কাস্টম রমে নাকি
প্রচুর bug থাকে।
এইটা ঠিক আবার ঠিক না।
কারণ আপনি ভাল
ডেভেলপার এর ভাল একটা কাস্টম রম
আপনার
ফোনে আপডেট দিলে কোন প্রব্লেম
হবে না।
অর্থাৎ bug এর প্রব্লেম থাকবে না।
আর যদি ভাল কাস্টম রম
না দেন তাহলে অবশ্যই আপনাকে
বাগের
প্রব্লেমে পড়তে হবে।
এছাড়া কাস্টম রমের আর কোন
অসুবিধা দেখি না।
★আমার নিজের কিছু অভিজ্ঞতা
আমি আমার ফোনে বিভিন্ন ধরনের
কাস্টম রম ইউজ
করেছি।আমি কাস্টম রমের মধ্য যে মজা
পাইছি তা স্টক
রমের মধ্য কিছুই পাই নি।
আমার কাছে কাস্টম রম অনেক
ভাল লাগে।
#আমি এখনও কাস্টম রম ইউজ করছি যা
সত্যিই
আমাকে Android এর প্রকৃত মজা দিতে
পেরেছে।তাই
আমার মতে কাস্টম রম বেস্ট।
★কাস্টম রম কোথায় পাবেন
কাস্টম রমের জন্য সবচেয়ে ভাল জায়গা
হল www.xda-
developers.com/ তবে এই এড্রেসে গেলেই
কাস্টম রম পাবেন
না।এই এড্রেস গিয়ে আপনার ফোনের
মডেল বের
করে তা সিলেক্ট করতে হবে তারপর
আপনার ফোনের
জন্য Available কাস্টম রম পাবেন।
আর সবচেয়ে সহজ হয়
আপনি আপনার ফোনের মডেল লিখে
গুগলে সার্চ দেন
(যেমন ধরুণ আপনার Walton Primo Nx এর জন
কিটকাট
কাস্টম রম দরকার তাহলে আপনি
এইভাবে সার্চ দিবেন
custom rom for Walton primo Nx 4.4.4
তাহলে সহজে পেয়ে যাবেন)
আর একটা কথা আপনি যে রম আপডেট
দিবেন আগে এই
রমে কি ফিচার আছে তা দেখে
নিবেন এবং এই রম
সম্পর্কে ইউজার রিভিউটাও একবার
দেখে নিবেন।
তারপর আপডেট দিবেন।
★কাস্টম রম দিতে কি লাগবে
কাস্টম রম আপনার ফোনে আপডেট
দিতে অবশ্যই আপনার
ফোন রুটেড হতে হবে।আর কিভাবে
আপডেট দিবেন
তা যে ওয়েবসাইট থেকে রমটা
ডাউনলোড দিবেন ওই
জায়গায় দেওয়া থাকবে।
#সতর্কতা
★আপনি কাস্টম রম দেওয়ার আগে ফোন
ভাল করে চার্জ
করে নিবেন।
★আপনার ফোনের রমের একটা বেকাপ
করে রাখবেন
যাতে পরে প্রব্লেম হলে আগের
অবস্থায়
ফিরে আসতে পারেন
রিস্টোর দিয়ে।
★আপনি যদি Android এর নিউ ইউজার হন
বা এত ভাল
ধারণা না রাখেন তাহলে নিজে
নিজে কাস্টম রম
দেওয়া থেকে বিরত থাকুন।
এতে আপনার ফোন ব্রিক
হওয়ার সম্ভবনা থেকে যায়।

স্টক রম backup রাখার নিয়ম

রুট করার পর সর্বপ্রথম যে কাজটি করণীয়
তা হল সেটের stock rom backup রাখা।
সেট ব্রিক করলে এই Backup file
দিয়ে আপনি আবার পূর্বের অবস্থায়
ফিরে আসতে পারবেন।
যা যা লাগবেঃ
১) Rooted ফোন
২) আপনার সেটের
recovery. img file
অনেক recovery আছে
Twrm/CWM/COT/crt ইত্যাদি
তবে CWM recovery. img ভাল
Google থেকে আপনার সেট এর recover.img
ডাউনলোড করে নিন।
Google এ search করে ডাউনলোড করুন।
Google এ search করার নিয়ম- ধরেন
আপনার সেট Walton Primo Nx আপনি সার্চ
করবেন CWM recovery.img for Walton primo Nx
৩) Mobile uncle tools. apps
কাজের ধারাঃ
১) এবার Recovery.img ফাইলটি
Sdcardএরাখুন
(কোনো ফোল্ডার এ রাখবেন না)
২) এবার Mobile uncle tools apps টি install করুন
এবং ওপেন করুন।
৩) superuser permison
চাইবে grant > click
৪) recovery update > click
৫) আপনার recovery. img দেখতে পাবেন
recovery.img > click
৬) Then press > ok
আপনার ফোন এখন recovery mode on হবে।
এখন আপনাকে volume বাট দিয়ে select
করতে হবে এবং power বাটন দিয়ে কাজ
করতে হবে।
৭)backup & restore > চাপুন
৮) backup > চাপুন
এখন কিছুসময় অপেক্ষা করুন,
(৫- ১০) মিনিট লাগতে পারে।
কাজ হয়ে গেলে Reboot এর option আসবে
১০) Reboot > চাপুন কাজ শেষ>>>>>>
এখন আপনার ফোন on হবে।
এবং মেমোরি কার্ডে clockworkmod
নামে একটি folder পাবেন এটায়
আপনার
backup file
(500mb- 2 Gb) হতে পারে।
তবে কোন aps install না করে backup
নিলে backup ফাইল ছোট হবে।
বিঃদ্রঃ মেমোরি কার্ডে পর্যাপ্ত
জায়গা রেখে, backup নিবেন।
এবং বেকাপ file টি সংরক্ষনন করে
রাখুন।
সেট Brick করলে ঠিক করার উপায়ঃ
১) Brick কি?
উওরঃ যদি কোন কারনে আপনার ফোন
on
না হয় অথ্যাৎ
আপনার সেটের লগু
পর্যন্ত এসেয় থেমে যায়,
তখন তাকে Brick বলে।
২) Brick করলে কি করবেন?
উওরঃ Recovery mode এ গিয়ে Backup flie
Restore করবেন।
৩) কি ভাবে Restore করবেন?
উওরঃ
কাজের ধারাঃ
1) Battery খুলে আবার লাগান।
2) power বাটন & volume ( +) বাটন চেপে
ধরে রাখুন
যতখন না recovery mode আসে।
3)backup & restore > চাপুন
4) restore > চাপুন
এখন আপনার backup file দেখতে পাবেন
তারিখ আকারে,
মানে আপনি যে তারিখে backup
নিয়ে ছিলেন, সে তারিখ কেবল
টা দেখতে পাবেন click করুন
yes > চাপুন
এবার অপেক্ষা করুন (৫- ১০) মিনিট।
কাজ হয়ে গেলে Reboot এর option আসবে
5) Reboot > চাপুন
কাজ শেষ>>>

Monday 22 June 2015

কাস্টম রম পোর্ট করার পদ্ধতি

আজকে আমি MEDIATEK MT6572
চিপসেটের কাস্টম রম পোর্ট করার
পদ্ধতি সমপর্কে আলোকপাত করবো। এই
টিউটোরিয়ালটি তৈরি করেছেন
Azizul
Hakim।
তাহলে চলুন শুরু করা যাক।
এই টিউটোরিয়াল শুরু করার
আগে আমি ধরে নিচ্ছি আপনি আপনার
ডিভাইস রুট করে ফেলেছেন,কাস্টম
রিকভারি (CWM,TWRP,CTR,P
HILZ
TOUCH) ফ্লাশ
করেছেন এবং স্টক রম এর ব্যাকআপ
করে ফেলেছেন।এই কাজ
গুলো না করে থাকলে করে নেন।
পোর্টেড রম ফ্লাশ করার পর অনেক সময়
ডিভাইসের IMEI invalid হয়ে যায়।তাই
আপনাকে অবশ্যই NVRAM এর ব্যাকআপ
রাখতে হবে।এই জন্য এই গাইড
টা ফলো করুন।
nvram backup tool:
http://forum.xda-developers.com/
showthread.php?t=2594364
কাস্টম রম পোর্ট এর শর্তসমূহ:
1.Same Android platform হতে হবে।যেমন
jellybean to jellybean
Kitkat to Kitkat.
2.SoC
same SoC এর custom rom
পোর্টিং করা যায়।
যেমন ঃ
★mt6572 to mt6572
★mt6582 to mt6582
★mt6592 to mt6592
আবার different SoC এর কাস্টম রম ও
পোর্ট
করা যায়। যেমনঃ
★mt6589 to mt6577
★mt6582 to mt6572
★mt6592 to mt6582
Different SoC এর কাস্টম রম পোর্ট
করা ঝামেলার কাজ এবং pc লাগে
তাই এই টিউটোরিয়াল এ আমরা same
SoC
custom rom porting নিয়ে আলোচনা করব
যা সহজ এবং
আপনার Android দিয়ে করা সম্ভব।
যা যা লাগবে:
★স্টক রম
★পোর্ট রম(যে রমটি পোর্ট করবেন)
★বুট ইমেজ(boot.img)
★System Mount point.
★ভালো text editor (যেমনঃ droidedit)
★ ভালো flie maneger
( যেমনঃ FX,Xplore)
boot.img কিভাবে পাবেন:
Firmwere,stock rom backup
থেকে boot.img
পাওয়া যায়।অথবা flashify app দিয়ে ও
পাওয়া যায়।
Mount point কিভাবে জানবেন:
google play store থেকে "Storage
Partition" ইন্সটল
করে অপেন করলে ডিভাইসের সকল
Block এর
mount point জানা যাবে।রম পোর্ট এর
জন্য
system mount point জানলেই হবে।
Same Soc Rom Porting:
1. কিছু ফাইল ও ফোল্ডার স্টক রম
থেকে পোর্ট রম এ replace করেতে হবে।
Code:
system/vendor
system/security
system/user
system/lib/modules
system/lib/hw
system/lib/libcurses
system/libsystem/lib/soundfx
system/etc/firmwere
system/etc/bluetooth
system/etc/permission
system/etc/audio
system/etc/wifi
system/etc/drm
system /etc/vold.fstab( kitkat এ
লাগবে না)
system/etc/vold.fstab.nand(kitkat এ
লাগবে না)
system/etc/apn-conf.xml
এইসব ফাইল ও ফোল্ডার stock rom/
system
থেকে portr rom/system এ রিপ্লেস করুন।
2. এবার স্টক boot.img পোর্ট রম এ
রিপ্লেস করুন
3. এবার port rom এর META-INF/google/
Android এই
ডিরেক্টরি তে যান।এবার update script
কে text editor দিয়ে অপেন করুন।
এবার এই দুটি লাইন খুজে বের করুন
★format("ext4","EMMC",/dev/block/
mmcblkOp3"0");
★mount("ext4","EMMC",/dev/block/
mmcblkOp3, ""/system");
এখন mmcblkOp3 এই শব্দটির "3"এর
জায়গায়
আপনার ডিভাইসের system mount point
বসাতে হবে।
ধরি আপনার ডিভাইসের mount point 5
তাহলে লাইন গুলা হবে এইরকম
★formate("ext4","EMMC","/dev/block/
mmcblkOp5"0");
★mount("ext4","EMMC",/dev/block/
mmcblkOp5","/system ");
তাহলে আপনার পোর্ট রম টা এইরকম
দেখা যাবে
META-INF (folder)
system(folder)
boot.img(file)
এবার এদের জিপ করুন।আপনার কাস্টম
রম
পোর্ট মোটামুটি শেষ।
এরপর রম ফ্লাস
করে দেখতে হবে কোনো bug
আছে কিনা।
কাস্টম রমের বিভিন্ন বাগ ফিক্স
Camera bug fix:
আগের মত এই ফাইল গুলাও স্টক
থেকে পোর্ট এ রিপ্লেস করতে হবে।
code:
system /lib/libcamalog.so
system /lib/libmharldrv.so
system/lib/libcamera_clint.so
system /lib/libcameracustom.so
system/lib/libcameraprofile.so
system/lib/libcameraservice.so
GPS bug fix:
code:
system/xbin/libmnlp
Bluetooth bug fix:
code:
system /lib/libbluetooth_mtk.so
system/lib/libbluetoothem_mtk.so
Audio & Radio Bug Fix:
code:
system /lib/libaudio.a2dp.deatful.so
system /lib/libaudio.primary.default.so
system/lib/libaudiocompensationfilter.so
system /lib/libaudiocustparam.so
system/lib/libaudioeffect_jni.so
system /lib/libaudiofinger.so
system /lib/libaudiosetting.so
system /lib/libfmar1000.so
system/lib/libfmcust.so
system /lib/libfmjni.so
system /lib/libfmmt6616.so
system /lib/libfmmt6620.so
system/lib/libfmmt6626.so
system/lib/libfmmt6628.so
sdcared bug fix:
code:
system /bin/vold
আশা করি এই টিউটোরিয়াল
ফলো করে আপনারা ৯৯% বাগহীন রম
পোর্ট করতে পারবেন।
ভুল গুলো ক্ষমা করবেন।

whatsapp এ ফাইল শেয়ার আপলোড পদ্ধতি

whatsapp এ যেভাবে যে কোন ফাইল
শেয়ার
বা আপলোড করবেন………
১। প্রথমে এখান থেকে থেকে whatsapp
file sender
pro টা ডাউনলোড করে install করে নিন।
২। আপনি যে app বা game বা যে কোন
ফাইল
শেয়ার করতে চান সেটা File manager
open
করে নির্বাচন করুন।
৩। কাঙ্খিত apps টি bold করুন। এবার share

click করে whats app file sender pro select
করুন।
৪।একটু অপেক্ষা করার পর ২টি option
আসবে।
1.others app এবং 2.whatsapp
৫। আপনি whatsapp select করবেন।
৬।select এর পর whatsapp এর সকল গ্রুপ
এবং contact নাম্বার এর show করবে।
আপনি যে গ্রুপে or Contact এর সাথে
শেয়ার
করতে চান সেটি
select করে yes press করলে অপলোড শুরু
হয়ে যাবে।
*এবার কিভাবে decode বা decompress
করবেন…………
১। whats apps এ কোন apps বা game শেয়ার
করলে এক বা একিধিক mp3 আকারে
show করে।
(কাঙ্খিত ফাইলটি ১৬ এম,বি এর বেশি
হলে একাধিক
mp3 আকারে show করবে)।
২। whatsapp থেকে অপনার কঙ্খিত apps
টি download করে নিন। অর্থাৎ apps টি
যে mp3
আকারে show করবে ওই mp3 টা download
করে নিন।
৩। whatsapp file sender pro open করুন। এখন
যে page দেখতে পাবেন ওইটার বাম
দিকে slide
করে decode page এ নিয়ে
যান।
৪। এখানে আপনাকে path select করতে
হবে। তার
জন্য decode page উপরে ডানপাশে
কোনায়
একটি ছোট box দেখতে পাবেন। box
টিতে click
করুন।
৫। box এ click করার পর অপনার download কৃত
mp3 গুলি show করবে।
৬। যে mp3 টি আপনি decode করতে চান
ওইটা select করুন। select এর পর File manager
page open হবে।
৭। এখান থেকে folder select করলে mp3
টি decode বা decompress শুরু হয়ে যাবে।
৮। আপনি যে folder select করেছেন File
Manager এ ওই Folder এ আপনার কাঙ্খিত মূল
ফাইলটি পেয়ে যাবেন।
একাধিক ফাইল যেভাবে decode
করবেন…………
১। whats apps এ ১৬ mb এর বড় apps বা game
বা যে কোন ফাইল হলে সেটা
একাধিক ফাইল বা mp3
হয়ে যায়।
২। মনে করুন একটা game ৩টা mp3 হল। এখন
game টি decode করার জন্য অাপনাকে
৩টা mp3
ই download করতে হবে। কোনটি বাদ
গেলে হবে না।
৩। এখন whats apps file sender pro এ path
select করার পর অপনার download করা
ফাইলটির
এর ৩টা mp3 show করবে।
৪। ঐ ৩টা mp3 একই ফোল্ডারে ডিকোড
করুন
তাহলে আপনি মূল ফাইলটি পাবেন।

মেমোরি ভালো রাখার উপায়

★★ আসসালামু আলাইকুম★★
কিভাবে Memory card ভালো
রাখবেন???
১)আপনার মোবাইলে যতটুকু পরিমাণ
মেমোরি কার্ড সাপোর্ট করে তার
অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড
আপনার মোবাইলে ব্যাবহার করুন।
২) মেমোরি কার্ডকে কখনই পেন
ড্রাইভ হিসেবে ব্যাবহার করবেন না।
৩) কার্ড রিডার এর
বদলে ডাটা ক্যাবল
ব্যাবহার করুন। কারন,
কার্ড রিডার ব্যাবহার
করলে মেমোরি কার্ডের
ওপর বেশি চাপ পরে।
৪) মোবাইলে একটানা বেশি সময়
ধরে গান শোনা অথবা ভিডিও
দেখা উচিত নয়।
কারন, এতে মেমোরি কার্ড ও
মোবাইলের ব্যাটারি দুটির ওপরই
বেশি চাপ পড়ে।
৫) মেমোরি কার্ড ফরম্যাট করার
প্রয়োজন হলে কম্পিউটারের
বদলে মোবাইল দিয়ে ফরম্যাট করুন।
মনে রাখবেন,
মোবাইলের মেমোরি কার্ড শুধুমাত্র
মোবাইলের
জন্যই তৈরি করা হয়েছে।
এটাকে কম্পিউটারে ব্যাবহার
না করাই ভালো
ধন্যবাদ ★★