Monday 22 June 2015

মেমোরি ভালো রাখার উপায়

★★ আসসালামু আলাইকুম★★
কিভাবে Memory card ভালো
রাখবেন???
১)আপনার মোবাইলে যতটুকু পরিমাণ
মেমোরি কার্ড সাপোর্ট করে তার
অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড
আপনার মোবাইলে ব্যাবহার করুন।
২) মেমোরি কার্ডকে কখনই পেন
ড্রাইভ হিসেবে ব্যাবহার করবেন না।
৩) কার্ড রিডার এর
বদলে ডাটা ক্যাবল
ব্যাবহার করুন। কারন,
কার্ড রিডার ব্যাবহার
করলে মেমোরি কার্ডের
ওপর বেশি চাপ পরে।
৪) মোবাইলে একটানা বেশি সময়
ধরে গান শোনা অথবা ভিডিও
দেখা উচিত নয়।
কারন, এতে মেমোরি কার্ড ও
মোবাইলের ব্যাটারি দুটির ওপরই
বেশি চাপ পড়ে।
৫) মেমোরি কার্ড ফরম্যাট করার
প্রয়োজন হলে কম্পিউটারের
বদলে মোবাইল দিয়ে ফরম্যাট করুন।
মনে রাখবেন,
মোবাইলের মেমোরি কার্ড শুধুমাত্র
মোবাইলের
জন্যই তৈরি করা হয়েছে।
এটাকে কম্পিউটারে ব্যাবহার
না করাই ভালো
ধন্যবাদ ★★

No comments:

Post a Comment