Monday 22 June 2015

সার্চ ইঞ্জিনসমূহে আপনার ব্লগটির ঠিকানা সাবমিট করুন

আসসালামু আলাইকুম । আশা করি
আপনারা সবাই ভালো আছেন । এবার
কাজের কথায় আসি ।অনেকেই নতুন ব্লগ
তৈরি করার পর তা সার্চ ইঞ্জিনের
অন্তর্ভূক্ত করার জন্য কী করবেন তা
ভেবে পান না। আসলে আপনার ব্লগে
অন্যান্য ব্লগ থেকে ব্যাংকলিংক
থাকলে গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন
ক্রল করে একসময় ঠিকই আপনার ব্লগ খুঁজে
বের করবে এবং তা ইনডেক্স করবে।
তারপরও যদি আপনি নিজে সার্চ
ইঞ্জিনসমূহকে আপনার ব্লগ সম্বন্ধে অবগত
করাতে চান, তাহলে তা আপনি
সংশ্লিষ্ট সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট
পৃষ্ঠা থেকে করতে পারেন। আসুন
জেনে নেয়া যাক কীভাবে আপনি
আপনার ব্লগের ঠিকানা সার্চ
ইঞ্জিনসমূহে সাবমিট করবেন।
গুগল
সার্চ জায়ান্ট গুগলকে হাত করতে
পারলেই আসল কাজ মূলত শেষ। অনেকেই
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে
থাকেন শুধু গুগলের জন্য। গুগল নিজে
নিজেই আপনার সাইট খুঁজে বের করতে
পারে। তবে ম্যানুয়ালি নোটিফাই
করতে এই লিংকে গিয়ে আপনার
ব্লগের ঠিকানা এবং সংক্ষেপে
ব্লগের বিষয়বস্তু লিখে দিন।
দু’একদিনের মধ্যেই গুগল-প্রেরিত দূত
(Search Bot/ Crawler) আপনার ব্লগে এসে
ঘুরে যাবে।
আপনার ব্লগকে আরো গুগল ফ্রেন্ডলি
করে তুলতে গুগল ওয়েবমাস্টার টুলসের
সাহায্য নিতে পারেন।

No comments:

Post a Comment