Saturday 20 June 2015

এখন নিজেই তৈরি করুন ফানুস

যা যা দরকার - টিস্যু পেপার, আঠা,
পেইন্ট ব্রাশ, পাতলা তার,
মোমবাতি, বাঁশের পাতলা কঞ্চি,
কেঁচি, ছুরি, প্লাস বা তার কাটার
যন্ত্র |
কার্যপ্রণালী- প্রথমে চারটি বড়
টিস্যু পেপার একটি আরেকটির উপর
একসাথে রাখুন | এটি লাম্বালম্বি
দুই ভাজ করুন | এটি কেঁচি দিয়ে
ঘণ্টার মত করে কাটুন | কাগজের ভাজ
খুলুন এখন আপনার কাছে চারটি বড়
আকারের ঘণ্টা আকৃতির কাগজ
থাকবে | চারটি কাগজকে একটি
আরেকটির সাথে আঠা দিয়ে
লাগিয়ে দিন যেন তারা বেলন
আকৃতির মত হয় | বাঁশের পাতলা
কঞ্চি নিয়ে সেটা কাগজের যে
পাশে খোলা আছে সে পাশের
মাপমত করে একটি গোলাকার
চাকতি তৈরি করুন | এবার পাতলা
তার দিয়ে একটি মোমবাতি যুক্ত
করুন | মোমবাতির পরিবর্তে অন্য
দাহ্য বস্তুও ব্যবহার করতে পারেন |
বাঁশের চাকতিটি কাগজে যুক্ত করুন
| সাবধানে আগুন দিন | যখন ভিতরে
গরম বাতাস দিয়ে পূর্ণ হবে তখন তা
আস্তে আস্তে উপরের দিকে উঠতে
থাকবে | তখন তা ছেড়ে দিন | চিত্র
সহ দেখাতে পারলে ভালো হতো ! এজন্য sorry...

No comments:

Post a Comment